রাজধানীর বাড্ডায় তাস খেলার সময় পুলিশের গাড়ি দেখে পালাতে গিয়ে পানিতে ডুবে মজনু মিয়া (৪৫) নামে এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার ভোরে বেড়াইত ঝিল থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বাড্ডা থানা পুলিশ।
মৃতের শ্যালক মো. কামাল হাওলাদার জানান, বুধবার বিকেলে ফটিক গার্মেন্ট সংলগ্ন বেড়াইদ এলাকায় মজনুসহ কয়েক জন বসে তাস খেলছিলেন। ওই সময় সেখানে পুলিশ তাদের ধাওয়া করে। পুলিশের তাড়া খেয়ে পাশের একটি ঝিলে কয়েকজন ঝাঁপিয়ে পড়ে। এসময় সেখান থেকে সবাই উঠতে পারলেও মজনু উঠতে পারেননি। পরে আজ ভোরে তার লাশ ভেসে ওঠে।
শ্যালক কামাল বলেন, মজনু ফটিক গার্মেন্টের গাড়ি চালক ছিলেন। বাড্ডার আনন্দ নগর এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা।
বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) মো. ইয়াছিন গাজী বলেন, তাদের অভিযোগ মিথ্যা। তিনি বলেন, আমরা জানতে পেরেছি বেড়াইদ এলাকায় ফটিক গার্মেন্টের পাশে বসে কয়েকজন তাস খেলছিলেন। সে সময় পাশ দিয়ে আমাদের একটি গাড়ি যাচ্ছিল। তারা পুলিশের গাড়ি দেখেই পাশের ঝিলে লাফিয়ে পড়ে। পুলিশ বিষয়টি প্রথমে জানতেই পারেনি।
পরবর্তীতে বিকালে সংবাদ পাই ওই ঝিলে কয়েকজন লাফিয়ে পড়ে সকলে উঠতে পারলেও একজন উঠতে পারেনি। সে সংবাদে আমরা ডুবুরি দিয়ে অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা যায়নি। পরে আজ বৃহস্পতিবার সকালে তার লাশ ভেসে ওঠে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন