জাতীয় শ্রমিক লীগের তেজগাঁও থানার ২৬ নম্বর ওয়ার্ডের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। প্রায় ২০০ বর্গফুট জায়গায় তৈরি এ স্থাপনা তুলে দেয়ায় পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত হয় জায়গাটি।
বৃস্পতিবার কারওয়ান বাজারে ডিএনসিসির এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।
এ সময় শ্রমিক লীগের কার্যালয় গুঁড়িয়ে দেয়ার পাশাপাশি ফুটপাত দখল করে গড়ে ওঠা অন্যান্য স্থাপনাও উচ্ছেদ করা হয়।
এর আগে গতকাল বুধবারও কারওয়ান বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারওয়ান বাজার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা