রাজশাহীর চারঘাটে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-৫ জানায়, গ্রেফতারকৃত আবদুল মান্নান (৩৮)। তিনি জেএমবির সক্রিয় সদস্য। এসময় আবদুল মান্নানের থেকে বিতর্কিত জিহাদি বই, জিহাদি হাত নোট, লিফলেট, অর্থ সংগ্রহের প্রাপ্তি বই উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র্যাব-৫।
বিডি প্রতিদিন/এ মজুমদার