পোস্তগোলা আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালে ‘গর্ভকালীন ও গর্ভপরবর্তী ফিজিওথেরাপির গুরুত্ব শীর্ষক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় হাসপাতালের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। আদ-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতাল ও অফসোনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগের প্রধান মেহেরুন নেসা। এছাড়াও সেমিনারে বক্তব্য প্রদান করেন আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতলের পরিচালক প্রফেসর ডা: মো. জাহাঙ্গীর আলম ও সহকারী পরিচালক মাহফুজা জেসমিন। সেমিনারে হাসপাতালের বিভিন্ন বিভাগের ডাক্তার ও নার্সরা অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তারা বলেন, গর্ভকালীন সময়ে মহিলারা নানা ধরনের ব্যথায় ভোগেন। এসময় ঔষধ সেবনে নানা বিধিনিষেধ থাকে। ফলে তারা ঔষধের পরিবর্তে ফিজিওথেরাপির মাধ্যমে সহজেই ব্যথা দূর করতে পারে। এছাড়াও সিজারিয়ান ডেলিভারি কমিয়ে স্বাভাবিক ডেলিভারি ত্বরান্বিত করতে ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্ব বহন করে। গর্ভপরবর্তী সময়ে মায়েরা কিছু ব্যথা জটিলতায় ভোগেন। ফিজিওথেরাপির মাধ্যম তা সহজেই দূর করে পূর্বের ন্যায় স্বাভাবিক জীবনযাপন করতে পারে।
বিডি প্রতিদিন/ফারজানা