রাজধানীর পুরান ঢাকার বংশাল থানাধীন সিদ্দিক বাজার এলাকায় মাদক ও অসামাজিক কার্যকালাপের অভিযোগের ভিত্তিতে একটি সাততলা আবাসিক ভবনে অভিযান চালিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত থেকে এ অভিযান শুরু হয়। এসময় ওই ফ্লাট থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৯ জন নারী ও ৮ জন পুরুষকে গ্রেফতার করা হয়।
পুলিশ সিদ্দিক বাজারের ওই আবাসিক ভবনে অভিযান চালানোর সময় স্থানীয় জনতা তাদের সাহায্য করে। তারা এসময় পুলিশের পক্ষে শ্লোগান দিতে থাকে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ