গাজীপুরের টঙ্গী শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে শুভ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার সকালে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শুভ কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শ্রীনগরের মৃত বাচ্চু মিয়ার ছেলে।
শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার হেলাল জানান, কয়েকদিন যাবৎ শুভর জ্বর ছিল। গত সোমবার ডাক্তার তাকে দেখে ওষুধ দিয়ে যায়। ওষুধ খাওয়ানোর পর সে সুস্থ হয়। দুইদিন পর তার আবার জ্বর আসে। ডাক্তারের পরামর্শে ডেঙ্গুসহ বিভিন্ন পরীক্ষা করানো হয়। পরীক্ষার রির্পোট সব ভালো আসে।
কিন্তু সোমবার সকালে তার শারীরিক অবস্থা আরও অবনতি হয়ে পড়লে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক এহিয়াতুজ্জামান জানান, শুভ দুই মাস আগে মাদকদ্রব্যের মামলায় এখানে আসে। কয়েকদিন যাবৎ জ্বরে ভুগতেছিল। কি কারণে তার মৃত্যু হয়েছে ডাক্তার বলতে পারবে। ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তার লাশ সুরতাল করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন