রংপুর অঞ্চলে পরিবর্তিত জলবায়ুর প্রভাবে বোরো মৌসুমে ধানের ফলন বৃদ্ধি অব্যাহত রাখা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। পরিবর্তিত জলবায়ূর কারণে অনাকাঙ্ক্ষিত এবং অসময়ে অতিবৃষ্টি, শৈত্য প্রবাহ, ঝড় শিলাবৃষ্টির কারণে বোরো ধানের চাষ হুমকির সম্মুখিন হচ্ছে। যার ফলে রংপুর-দিনাজপুর অঞ্চলে বোরো ধান আবাদে আগাছা,পোকামাকড়ও রোগ-বালাইয়ের প্রাদুর্ভাবের আধিক্যতা দেখা যাচ্ছে। এ বিষয়ে কৃষি কর্মকর্তাদের বিশদ ধারণা দেওযার জন্য বৃহস্পতিবার দুপুরে রংপুর পর্যটন মোটেলে বাংলাদেশ ধান গবেষণা ইসস্টিউট রংপুর আঞ্চলিক কার্যালয় এক কর্মশালার আয়োজন করে।
কর্মশালার মধ্য দিয়ে এই দুই অঞ্চলের ধান চাষাবাদের অনেক সীমাবদ্ধতা ও সুপারিশ উঠে আসে। ব্রি এর মহাপরিচালক ড. শাহজাহান কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সনৎ কুমার সাহা।
কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন ব্রি আঞ্চলিক কার্যালয় প্রধান ড. মোহাম্মদ আদিল বাদশা, আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আলী, কৃষি সম্প্রসারণের পরিচালক কৃষিবিদ শাহ আলম , দিনাজপুর অঞ্চলের পরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াজেদসহ দুই অঞ্চলেল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব