১৯ নভেম্বর, ২০১৯ ২১:১৬
দাম বৃদ্ধির গুজব

খুলনায় লবণ কিনতে ক্রেতাদের ভিড়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় লবণ কিনতে ক্রেতাদের ভিড়

খুলনায় পিয়াজের পর এবার পাইকারি ও খুচরা বাজারে লবণের দাম বৃদ্ধির গুজব ছড়িয়েছে। এতে আতঙ্কিত ক্রেতারা ভিড় জমাচ্ছেন পাড়া-মহল্লার বিভিন্ন দোকানে। মঙ্গলবার দুপুরের পর নগরীর নিউমার্কেট, সোনাডাঙ্গা, গোবরচাকা ও বানরগাতি বাজারে লবণ কেনার জন্য ক্রেতারা ভিড় জমায়। এতে মুহূর্তের মধ্যে লবণ বিক্রি শেষ হয়ে যায়। 

দোকানিরা লবণ নেই বললেও ক্রেতারা তা’ মানতে চাইছেন না। ফলে শেষ বিকালে ক্রেতারা ছুটে যান লবণের পাইকারি বিক্রির আড়ৎ বড় বাজারে।  

এদিকে, ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে- বাজারে প্রচুর পরিমাণ লবণ মজুদ রয়েছে। দাম বৃদ্ধির কোনো কারণ নেই। গুজব ছড়িয়ে যারা বেশি দামে লবণ বিক্রি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে প্রশাসন।

জানা যায়, প্রতি কেজি লবণের দাম ১০০-১২০ টাকা হয়ে গেছে, এমন গুজব ছড়াচ্ছে একটি অসাধু চক্র। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এ ধরনের গুজব কেউ ছড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদার বলেন, একটা গ্রুপ গুজব ছড়িয়ে বাজার পরিস্থিতি অস্থিতিশীল করছে। বাজারে এখনো নির্ধারিত ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে আয়োডিনযুক্ত লবণ বিক্রি হচ্ছে। যারা এ ধরনের গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে প্রশাসন। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর