বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পেয়েছেন জাকির হোসেন বাবলু। তিনি সংগঠনটির সিনিয়র সহ সভাপতি ছিলেন। শনিবার বিকালে মাইনুল হোসেন খান নিখিল পদ ছেড়ে দেওয়ায় তাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
এদিন, বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে যুবলীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে যুবলীগের নেতৃত্ব নির্বাচিত করা হয়। এ সময় কেন্দ্রীয় যুবলীগের সেক্রেটারির দায়িত্ব পাওয়ার আগে ঢাকা উত্তরের সভাপতির পদ ছেড়ে দেন মাইনুল হোসেন খান নিখিল। এরপর সেই পদে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পান বাবলু।
বিডি-প্রতিদিন/মাহবুব