মানবাধিকারকর্মী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে বলেই নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের শাস্তি হচ্ছে না। গত ১১ মাসে দুই হাজারের বেশি নারী নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছেন। আর এসব ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় শতাধিক নারী।
আজ সোমবার সকালে 'নারী ও শিশু ধর্ষণ এবং যৌন সহিংসতার বিরুদ্ধে আমরা শীর্ষক' প্রতীকী অনশনে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে মানবাধিকার কর্মী সুলতানা কামাল আরও বলেন, দেশে জবাবদিহিতা নেই। সরকারের কাছে নারী নির্যাতন বন্ধে কঠোর শাস্তির বিধান তৈরির দাবি জানিয়েছেন তিনি।
নির্যাতনের শিকার কয়েকজন নারী ও তাদের পরিবারের সদস্যরাও এ অনুষ্ঠানে যোগ দেন। তারা তাদের নির্যাতনের ভয়াবহ স্মৃতি তুলে ধরে তারা দাবি করেন, অনেক ঘটনারই সুষ্ঠু তদন্ত ও বিচার পাননি তারা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম