সাম্প্রতিক সময়ে দেশে পিয়াজের ঘাটতি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হলেও আওয়ামী লীগ সরকারের মন্ত্রী তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগের চেয়ে, সরকারের মন্ত্রীদের চেয়ে পিয়াজ অনেক শক্তিশালী। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির যুগ্ম মহাসচিব আলাল বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে পিয়াজের দাম কমে যাবে- বাণিজ্যমন্ত্রী এমন কথা বলার পরে ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে গেলেও তা কমেনি। মন্ত্রী ও সচিবের মুখে থু থু দিয়ে পিয়াজের দাম আজও ২০০ টাকা। কেননা আওয়ামী লীগের চেয়ে, সরকারের মন্ত্রীদের চেয়ে পিয়াজ অনেক শক্তিশালী। পিয়াজের যে লোমগুলো আছে, আমাদের মা-বোনেরা যেগুলো ফেলে দেয় ওইগুলো যদি লোম না হয়ে হাত হতো তাহলে এতদিনে টিপু মুনশির গলা টিপে ধরত এবং বলত যে, তোর কোনো ক্ষমতা নাই। ক্ষমতা আমার পিয়াজের বেশি।’
আলাল বলেন, জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বাংলাদেশের গণতন্ত্র- এটা হচ্ছে দিন ও রাতের মতো। জিয়া পরিবারকে যদি আমরা সূর্যের আলোর মতো দেখি, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র আমাদের অমাবস্যার মতো দেখতে হবে। নিকষ অন্ধকারে ঢেকে গেছে বাংলাদেশ।
সংগঠনের সভাপতি মাহফুজুল কবীরের সভাপতিত্বে ও কৃষক দলের সদস্য এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য লায়ন মোহাম্মদ আনোয়ার, আলহাজ খলিলুর রহমান, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম