যে কোনো বৈধ ভিসায় ভারতে ভ্রমণকারী কোনো বাংলাদেশি নাগরিক সে দেশে থাকাকালীন অসুস্থ হয়ে পড়লে তাকে ভারতীয় হাসপাতালে ভর্তি হওয়ার জন্য তার প্রাথমিক ভিসাকে মেডিকেল ভিসায় রূপান্তর করার প্রয়োজন পড়বে না। ভারতে থাকাকালিন অসুস্থ হয়ে পড়লে সেখানে মেডিকেলে ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবেন।
সোমবার বরিশালে ভারতীয় ভিসা আবেদন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ভিসা অফিসের পক্ষ থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে, সোমবার সকাল ১১টায় নগরীর কাশিপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্নে ভারতীয় ভিসা অফিসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এ সময় তিনি বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধের সময় ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। তারা শুধু আশ্রয় দেয়নি, এদেশকে শত্রু মুক্ত করতে সকল ধরনের সাহায্য সহযোগিতাও করেছে। তাই আমাদের প্রধানমন্ত্রী বন্ধুপ্রতিম দেশ ভারতের সঙ্গে চিরকাল বন্ধুত্ব ও ভালবাসা ধরে রাখবে।
আগামীতে বরিশাল থেকে ভারতে যাওয়ার জন্য ‘বরিশাল এক্সপ্রেস’ নামের নতুন পরিবহন সার্ভিস চালুর বিষয়টি বিবেচনার কথা বলে মেয়র বলেন, বরিশালে ভিসা অফিস চালু করার ফলে ভারতের ভিসার জন্য এ অঞ্চলের মানুষের এখন আর অন্য কোথাও যেতে হবে না। বরিশালে বসেই ভিসার আবেদন করতে পারবে।
ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আরও বলেন, ভারত সরকার ক্রিকেট টেস্ট ম্যাচের খেলাকে কেন্দ্র করে আমাদের প্রধানমন্ত্রীকে তাদের দেশের মাটিতে যে সম্মাননা দিয়েছে তাতে দু’দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে।
ভারতীয় ভিসা সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশে (খুলনা) নিযুক্ত ভারতের অতিরিক্ত হাই কমিশনার রাজেশ কুমার রায়না, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান-বিপিএম (বার)।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বরিশাল সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিকুর রহমান সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানের পূর্বে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে ভারতীয় ভিসা অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম