রাজধানীর ভাটারা থানায় করা অস্ত্র মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-২ এর উপ-পরিদর্শক প্রণয় কুমার প্রামাণিক সোমবার (২৫ নভেম্বর) ঢাকার মূখ্য মহাগনর হাকিম আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন শাখায় এ চার্জশিট দাখিল করেন।
পরে ঢাকা মহানগর হাকিম জসিম উদ্দিন চার্জশিটে 'দেখিলাম' বলে স্বাক্ষর করেন। নিয়মানুযায়ী আগামী ৩ ডিসেম্বর মামলার ধার্য তারিখে চার্জশিট আদালতে উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তারেকুজ্জামান রাজীবকে গ্রেফতার করে র্যাব। এসময় তার কাছ থেকে সাত বোতল বিদেশী মদ, একটি অবৈধ পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, নগদ ৩৩ হাজার টাকা ও একটি পাসপোর্ট জব্দ করা হয়। এ ঘটনায় ভাটারা থানায় বাদী হয়ে মামলা করেন র্যাব-১ এর ডিএডি মিজানুর রহমান।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ