রাজধানীর খিলগাঁওয়ে মুরাদ হোসেন (৩০) নামে পুলিশের এক সোর্সকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার মধ্যরাতে সিপাহীবাগ আইসক্রিমের গলিতে একটি নির্মাণাধীন বাড়িতে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান গণমাধ্যমকে জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মুরাদকে ডেকে
নিয়ে যায় আজিজ, মিল্টন, মিন্টু, সোহেল নামে পূর্বপরিচিত কয়েকজন। পরে সিপাহীবাগ আইসক্রিমের গলিতে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে পিটিয়ে তাকে ছেড়ে দেয়। ছাড়া পাওয়ার পর বাসায় চলে যান মুরাদ। পরে অবস্থার অবনতি হলে ভোর ৫টার দিকে পরিবারের সদস্যরা তাকে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, এ খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মিন্টু, সোহেল ও মিলনকে গ্রেফতার করে। তাদের প্রত্যের বিরুদ্ধে মাদক চোরাকারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন