রাজধানী থেকে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব। আজ মঙ্গলবার র্যাব-১০ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক চারজন হলেন- সদরঘাট এলাকার আলী আহমেদ (৫০), রাজ্জাক ব্যাপারি (৩২), কৃষ্ণ কমল নাগ ওরফে বাবু ভাই (৫১) ও চকবাজার থেকে আরিফুল ইসলাম রকি (২২)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদরঘাট এলাকায় সোমবার রাতে র্যাব-১০ এর একটি দল অভিযান চালায়। এ সময় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে তিনটি চাকু, তিনটি ব্লেড, পাঁচটি মোবাইল ফোন ও দুই হাজার ২শ টাকা পাওয়া যায়। এদিকে একই দিন রাতে র্যাব-১০ এর আরেক একটি দল রাজধানীর চকবাজারের পশ্চিম ইসলামবাগ এলাকা থেকে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বিডি প্রতিদিন/এ মজুমদার