বরিশালে ‘ডিজিটাল খাদ্যশস্য সংগ্রহ ও কৃষকের অ্যাপ’ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বরিশাল খাদ্য বিভাগের আয়োজনে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. মাইনুদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন, বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরিদাশ শিকারী ও ভোলা জেলা খাদ্য কর্মকর্তা তৈয়েবুর রহমান।
দিনব্যাপী কর্মশালায় বরিশাল সদর উপজেলা ও ভোলা সদর উজেলার সহকারী কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন ডিজিটাল উদ্যোক্তাদের মধ্য থেকে শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, কোনো ভাবেই রাজনৈতিক কিংবা অনৈতিক চাপের মুখে কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয় করার ক্ষেত্রে কারো কাছে নতি স্বীকার করা যাবে না। প্রান্তিক কৃষকরা যাতে কোনো ভাবে ধান, চাল বিক্রয় করার ক্ষেত্রে নায্য মূল্য থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
প্রশিক্ষণে অংশ নেয়া উপজেলা পর্যায়ের সহকারী কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন পর্যায়ের ডিজিটাল উদ্যোক্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, প্রান্তিক কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রিতে যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হয় সে জন্য প্রধানমন্ত্রী এই নতুন প্রদক্ষেপ গ্রহণ করেছেন। এখন থেকে কৃষকরা মোবাইল অ্যাপসের মাধ্যমে তাদের উৎপাদিত ফসল নিজেরাই সরাসরি সরকারের কাছে বিক্রি করতে পারবে বলে আশা করেন জেলা প্রশাসক।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন