বরিশাল সদর উপজেলার ৬ নম্বর জাগুয়া ইউনিয়নের হোগলা গ্রামের সোনামিয়ার হাট এলাকায় বিনা (১১) ধান কর্তন উপলক্ষে কৃষকের মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ‘ব্রি’ বরিশাল আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মো. আলমগীর হোসেন।
জাগুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বরিশাল বিনা উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. বাবুল আকতার, বরিশাল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদ, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল রানা, নাজমুন নাহার, কৃষি সম্প্রসারন অধিদফতরের কর্মকর্তা মাহফুজুর রহমান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল বাসার।
প্রধান অতিথির বক্তব্যে ‘ব্রি’ বরিশাল আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মো. আলমগীর হেসেন বলেন, বিনা ধান (১১) দুই সপ্তাহ পানিতে তলিয়ে থাকার পরও ধানের কোনো প্রকার ক্ষতি হয়নি। এতে কৃষকরা ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। কৃষকদের বেশী করে বিনা (১১) ধানের আবাদ করার জন্য আহ্বান জানান তিনি।
এর আগে কৃষি কর্মকর্তারা প্রান্তিক চাষী শাহ আলমের উৎপাদিত বিনা (১১) ধানের প্রদর্শনী ক্ষেত পরিদর্শন করে ধান কর্তনের উদ্বোধন করেন।
এবার বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিনা (১১) ধানের ব্যাপক ফলনে স্থানীয় কৃষকরা খুশী বলে জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম