রাজধানী ওয়ারী থানায় করা অস্ত্র আইনের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সাহাব উদ্দিন আজাদ চার্জশিট দাখিল করলে সোমবার ঢাকা মহানগর হাকিম ইলিয়াস মিয়ার স্বাক্ষর করেন। পরে নিয়মানুযায়ী মামলাটি বিচারের জন্য প্রস্তুত করতে নথিটি সিএমএম আদালতে বদলি করা হয়।
এরআগে গত ৩১ অক্টোবর রাজধানীর টিকাটুলিতে নিজ কার্যালয় থেকে কাউন্সিলর মঞ্জুকে গ্রেফতার করে র্যাব। মঞ্জুর বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদকসহ নানা অভিযোগ আনা হয়। পরে মঞ্জুর বিরুদ্ধে ওয়ারী থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করেন র্যাব-৩ এর ডিএডি ইব্রাহিম হোসেন।
বিডি প্রতিদিন/হিমেল