রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন শেষে কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার রাতে আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর কবীর আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করেন।
জেলা ও মহানগর আওয়ামী লীগের আগের কমিটির সভাপতি ও সম্পাদককেই বর্তমান কমিটির নেতৃত্বে রাখা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহাম্মেদ এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু। অন্যদিকে, মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।
বিডি-প্রতিদিন/মাহবুব