সাভারে শ্বশুরবাড়ির নিজ কক্ষ থেকে শিউলি বেগম (২৩) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে রাজফুলবাড়িয়ার খাত্রাপাড়া এলাকার নূরুল হক বাবুর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, শ্বশুরবাড়িতে স্বামীর সাথে থাকতেন ওই গৃহবধূ। আজ সকালে নিজ কক্ষের খাটে পড়ে থাকা অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তবে প্রাথমিক ভাবে মৃত্যুর কোনো আলামত পাওয়া যায়নি। পরে লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়।
তিনি আরো জানান, ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী নূরুল হক বাবু ও তার শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। তাদের আটক করা গেলে ও ময়না তদন্ত রিপোর্ট পেলে এঘটনার রহস্যজট খুলবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/শফিক