নার্সের হাতে ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছিতের অভিযোগ তুলে দায়ীদের বিচারের দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। আকস্মিক ধর্মঘটের কারণে হাসপাতালে চিকিৎসাধীন দেড় হাজার রোগী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। পাল্টাপাল্টি অভিযোগের পর নার্সরা চিকিৎসাসেবায় ফিরলেও ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
বুধবার সকাল থেকে ধর্মঘটের সমর্থনে হাসপাতাল চত্বর ও সিভিল সার্জন কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। সমাবেশে আন্দোলনকারীরা অভিযোগ করেন, ২৭ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত পালনকালে ইটার্ন চিকিৎসককে লাঞ্চিত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের শাস্তি না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।
এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহদাত হোসেন বলেন, হাসপাতালে ইন্টার্ন ডাক্তার ও নার্সের মধ্যে একটি ঘটনা ঘটেছে, যারা এটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/মাহবুব