পিয়াজ ও চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ সৃষ্টিকারী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার উদ্যোগে বুধবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস ছাত্তার।
বক্তব্য রাখেন কমরেড নিমাই মন্ডল, কমরেড উপাধ্যক্ষ হারন-অর রশিদ, শাহ্ আজিজুর রহমান, অধ্যাপক বীরেন রায়, কমরেড মুক্তিযুদ্ধা মোজাম্মেল হোসেন এবং গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু।
সমাবেশ শেষে একই দাবিতে সদর রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূণ সড়ক প্রদক্ষিন করে।
বিডি প্রতিদিন/হিমেল