স্থাপনা নির্মাণে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে 'আমার বাড়ি, আমার নিরাপত্তা' শীর্ষক এক কর্মশালার আয়ােজন করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগােষ্ঠী বসুন্ধরা সিমেন্ট। বুধবার সন্ধ্যায় রাজশাহীর হােটেল স্টার ইন্টারন্যাশনালের কনফারেন্স রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী শহরের বিভিন্ন এলাকার ৫০ জন স্থানীয় বাড়ি মালিক অংশগ্রহণ করেন।
কর্মশালায় স্থাপনা নির্মাণ কৌশল, বহুতল স্থাপনাযসহ বসত-বাড়িতে অগ্নিনির্বাপণ, ভূমিকম্প প্রতিরােধী ব্যবস্থা ও ভূমিকম্প পরবর্তী করণীয় পদক্ষেপ সম্পর্কে আলােকপাত করা হয়।
কর্মশালায় মূল বিষয়টি উপস্থাপন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল। ভবনে অগ্নিনির্বাপণ নিয়ে সচেতনতামূলক বক্তব্য তুলে ধরেন রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (ডিডি) আব্দুর রশিদ এবং ইন্সপেক্টর আবু সামা। এছাড়া স্থানীয় স্থপতি এবং প্রকৌশলীবৃন্দ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।
এ সময় বসুন্ধরা সিমেন্টের পক্ষ্য থেকে বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার শহীদ হাসান, ইঞ্জিনিয়ার শফিকুর রহমান ও ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান।
বক্তারা বলেন, গুণগত মানের ধারাবাহিকতা বজায় রাখার জন্য বসুন্ধরা সিমেন্ট এখনও দেশ সেরা। বর্তমানে দেশের সবচেয়ে আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, পদ্মা সেতু নদী শাসন প্রকল্প, পদ্মা সেতুর অ্যাপ্রােচ রােড, মেট্রোরেল প্রকল্প, ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, পদ্মা সেতুর রেল সংযােগ প্রকল্প, পায়রা সেতু প্রকল্প, কালনা সেতু প্রকল্প, সাসেক রােড প্রকল্প, ভুলতা ফ্লাইওভার প্রকল্প, কালশী ফ্লাইওভার প্রকল্প, রূপসা রেল সেতু প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রকল্পের মত বড় স্থাপনাগুলােতে ব্যবহৃত হচ্ছে এই বসুন্ধরা সিমেন্ট।
অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের পক্ষে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের উইং ইনচার্জ আশিক আহমেদ, রাজশাহী ডিভিশন ডিএসআই (সেলস) মাে. সােহেল রানা, সিনিয়র এক্সিকিউটিভ (টেকনিক্যাল সাপাের্ট) ইঞ্জিনিয়ার মাে. শফিকুর রহমান, ইঞ্জিনিয়ার শহীদ হাসান, ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান ও বসুন্ধরা সিমেন্টের রাজশাহী এড়িয়া ম্যানেজার মো. সাইফুল ইসলাম।
বিডি প্রতিদিন/এ মজুমদার