বিদিশাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জাতীয় পার্টির যুগ্ম আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবু ওহাব।
আগামী ১৫ দিনের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
ডাক ও রেজিস্ট্রিযোগে শেখ মোহাম্মদ আবু ওহাবের পক্ষে মঙ্গলবার উকিল নোটিশটি পাঠান অ্যাডভোকেট এম এম সালাউদ্দিন আহমেদ।
বিদিশা জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী এবং এরশাদের ছেলে এরিক এরশাদের মা।
বিডি প্রতিদিন/কালাম