ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র হত্যা আর কলকারখানায় শ্রমিকের অনিরাপদ কর্মপরিবেশ দেশকে বিপদের দিকে ধাবিত করছে। বুয়েটসহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে নির্মম নির্যাতনসহ হত্যার ঘটনা ঘটছে, তাতে দেশবাসী হতবাক হয়েছে। এ সকল ঘটনার পেছনে মূল কারণ ধর্মহীন ক্ষমতালোভী রাজনীতি। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রতিটি সদস্য আল্লাহকে ভয় করে বলে প্রতিষ্ঠার ২৯ বছরেও তাদের একজন সদস্যের বিরুদ্ধে দেশ-ইসলাম ও জনস্বার্থ বিরোধী কোন অভিযোগ ওঠেনি।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চরমোনাই মাহফিল মঞ্চে ইসলামী শ্রমিক আন্দোলন ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আয়োজিত পৃথক শ্রমিক ও ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।
ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে পৃথক সমাবেশে পীর সাহেব চরমোনাই আরও বলেন, শুধু ছাত্র সংগঠনই নয়, যেকোন সংগঠন ও প্রতিষ্ঠানের নেতাকর্মীদের মধ্যে আল্লাহর ভয় না থাকলে তাদের হাতে মানুষ ক্ষতিগ্রস্ত হওয়া স্বাভাবিক।
সমাবেশে অন্যান্যের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক কে.এম.আতিকুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, আলহাজ্ব আব্দুর রহমান, হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, এম. হাছিবুল ইসলাম, মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ বক্তব্য রাখেন।
শুক্রবার সকাল ৮টায় পীর সাহেব চরমোনাইর আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের মাহফিলের কার্যক্রম সমাপ্ত হবে বলে মাহফিলের মিডিয়া সমন্বয়কারী কে.এম. শরীয়াতুল্লাহ জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার