রাজধানীর শান্তিনগরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মিছিলে ছাত্রলীগের হামলা করার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলায় সিপিবি শান্তিনগর শাখার সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, শাখা সদস্য হোসেন আলী, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়সহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম গণমাধ্যমকে জানান, কমরেড মঞ্জুরুল আহসান খানের ওপর হামলার প্রতিবাদে সিপিবির যৌক্তিক মিছিলে ছাত্রলীগ হামলা চালায়। এসময় সিপিবির শান্তিনগর শাখার সম্পাদক মনজুর মঈনসহ বেশ কয়েকজন আহত হয়।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) হাযরাত গণমাধ্যমকে বলেন, রাত ১০টার দিকে শান্তিনগরে সিপিবির মিছিলে একদল দুর্বৃত্ত হামলা করেছে। এই ঘটনায় সিপিবির বেশ কয়েকজন আহত আছেন। তাদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পাশাপাশি জড়িতদের ধরতে চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আরাফাত