অর্থমন্ত্রী আ. হ. ম মোস্তফা কামাল বলেছেন, বিশ্বকে অর্থনৈতিক উন্নয়নের শিক্ষা এখন বাংলাদেশ থেকে শিখতে হবে। এখন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট উন্নয়নশীল দেশগুলোর সামনে বাংলাদেশের উদাহরণ তুলে ধরে, অর্থনৈতিক উন্নয়ন কীভাবে করতে হয় তা বাংলাদেশ থেকে শিখতে পরামর্শ দেন। শেখ হাসিনা বাংলাদেশকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন।
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া দিঘীরপাড় টিআইকে মেমোরিয়াল মাঠে আয়োজিত উপজেলা ছাত্রলীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আরো বলেছেন, ছাত্রলীগের কর্মীরাই সংগঠনের প্রাণ। সকল শক্তির মূল উৎস তারাই। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা বঙ্গবন্ধুর সৈনিক। বঙ্গবন্ধুর উন্নত সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য তাদের দায় রয়েছে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক ছিলেন-কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, প্রধান বক্তা ছিলেন- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান গোলাম সারওয়ার, সহ-সভাপতি হাজী ইলিয়াস মিয়া, লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক বিকম, লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ, লালমাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কল্যাণ মিত্র সিংহ রতন ও ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল