দেশের জাতীয় দৈনিক কালের কণ্ঠের সহকারী সার্কুলেশন ম্যানেজার মো. সরোয়ার হোসেনের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মো. সরোয়ার হোসেনের বাড়ি রাজবাড়ি জেলার বালিয়ারকান্দী উপজেলার গোহাইলবাড়ী গ্রামে। আজ শনিবার গোহাইলবাড়ী ঈদগাহ ময়দানে বাদ জোহর জানাজা শেষে তেতুলিয়া কবরস্থানে তাকে দাফন করা হবে।
মো. সরোয়ার হোসেন চলতি বছরের ৭ সেপ্টেম্বর থেকে কালের কণ্ঠে কর্মরত ছিলেন। এর আগে তিনি একাধিক স্বনামধন্য জাতীয় দৈনিকে কাজ করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা