আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে জাকের পার্টি রাজধানী ঢাকাসহ দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শুক্রবার রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় এবং সারাদেশে মসজিদের সামনে এ কর্মসূচি পালন করে জাকের পার্টি।
কর্মসূচি থেকে ফিলিস্তিনিদের উপর ষড়যন্ত্র, নিপীড়ন, নির্যাতন ও হামলা বন্ধ এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিসহ মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির আহ্বান জানানো হয়।
বায়তুল মোকাররমে মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব এজাজুর রসুল, কেন্দ্রীয় নেতা মো. রশিদ উল্লাহ, ঢাকা মহানগর উত্তর জাকের পার্টির সভাপতি জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হুমায়ুন কবির, যুব ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদক নজরুল ইসলাম লিটন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল