রাজশাহী জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির জিন্নাত আলীকে আটক করেছে পুলিশ। বাঘা থানার পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে জিন্নাত আলীকে আটক করে।
জিন্নাত আলীর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার আমোদপুর গ্রামে। তার বাবার নাম আহাদ আলী।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। একই অভিযানে একই গ্রামের শাহাদুল ইসলাম নামে উপজেলা জামায়াতের এক নেতাকেও আটক করা হয়েছে। শাহাদুলের বাবার নাম হারান আলী।
শনিবার দুপুরে ওসি নজরুল ইসলাম বলেন, অভিযান এখনো চলছে। কী অভিযোগে অভিযান চালানো হচ্ছে তা পরে জেলার পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে প্রেস ব্রিফিং করে জানানো হবে।
বিডি প্রতিদিন/হিমেল