রাজধানীর যাত্রাবাড়িতে অনাবিল নামে একটি বাসের চাপায় মামা-ভাগ্নে নিহত হয়েছেন। এরা হলেন আনোয়ার (৪০) এবং সালাউদ্দিন(২০)। লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, রাত সাড়ে দশটায় যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় আনোয়ার (৪০) ও সালাউদ্দীন (২০) অনাবিল বাসের ধাক্কায় গুরুত্বর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে রাত সাড়ে ১২টায় ঢামেক হাসপাতাল নিয়ে আসলে ২ জনকেই ডাক্তার মৃত ঘোষণা করেন। তাদের গ্রামের বাড়ী কুমিল্লা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ