বরিশালের বাংলাবাজার এলাকা জেএমবি দাওয়াতী এক সদস্যকে আটক করেছে র্যাব। শনিবার দুপুরে আটক কাজী মো. আল ইমরান হোসেন (২৭) আটক করে র্যাব।
আল ইমরান বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সলদী এলাকার কাজী মো. আলমগীর হোসেনের ছেলে।
র্যাবের হাতে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল ইমরান নিজেকে জেএমবি’র একজন দাওয়াতী শাখার সদস্য বলে স্বীকার করেছেন।
শনিবার সন্ধ্যায় র্যাব-৮’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেহেন্দিগঞ্জ থেকে এসএসসি ও এইচএসি পাশ করার পর ২০০৯ সালে ঢাকায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। সে স্থান এবং সময় ভেদে বিভিন্ন সময় বিভিন্ন পেশা গ্রহণ করে। ঢাকায় লেখাপড়াকালীন শীর্ষ জেএমবি সদস্যদের সান্নিধ্যে জেএমবি কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে সে
দেশের বিভিন্ন জায়গায় ছদ্মবেশে গোপনে দাওয়াতী কাজ পরিচালনা করে আসছিল। সে ছদ্মবেশে উগ্রপন্থী কর্মকাণ্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছিল।
গ্রেফতারকৃত আল ইমরানের বিরুদ্ধে মামলা দায়েরসহ তার অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে র্যাব জানিয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন