‘টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সামাজিক, অর্থনৈতিক, জনস্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিতকরণে কাস্টমস এর র্কমকান্ড এবং অবদানকে জনগণের সামনে তুলে ধরা’ এই প্রতিপাদ্য নিয়ে বেনাপোল কাস্টমস হাউসে পালিত হয়েছে আর্ন্তজাতিক কাস্টমস দিবস। দিবসটি উপলক্ষ্যে সকালে র্যালি, সচেতনতামূলক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয় বেনাপোল কাস্টমস ক্লাবে।
আজ রবিবার সকালে বেনাপোল কাস্টমস হাউসে জাঁকজমক ও উৎসবমুখর পরিবেশে দিবসটি পালিত হয়। বেনাপোল কাস্টমসের কমিশনার বেলাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে কাস্টমস দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এসময় প্রধান অতিথি তার বক্ত্যবে বলেন, জননিরাপত্তা বিধান, রাজস্ব আহরণের মাধ্যমে অর্থনৈতকি সমৃদ্ধি অর্জন, জনস্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষা বাংলাদেশ কাস্টমস এর অন্যতম পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব পরিপালনকে সামনে রেখেই চলছে কাস্টমসের আধুিনকায়ন ও সমতা উন্নয়নের সকল আয়োজন। আগামীতে এসকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে শুধু বাণিজ্য বৃিদ্ধই নয় দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। ২০৩০ সালের মধ্যে দেশ টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে। এসময় প্রধান অতিথি পাঁচজন সেরা সিঅ্যান্ডএফ এজেন্টকে সম্মমনা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে কাস্টমস দিবসের ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্যশেখ আফিল উদ্দীন, সদস্য জাতীয় রাজস্ব বোর্ড মেফতাহ উদ্দিন খান, যশোরের জেলা প্রশাসক মোহম্মদ শফিউল আরিফ, যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন, ড.নেয়ামুল হক (অতিরিক্ত কমিশনার বেনাপোল কাস্টমস হাউস), মফিজুর রহমান (সজন সভাপতি বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন)।
এর আগে বিশেষ অতিথি সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের নেতেৃত্বে বেনাপোল কাস্টমস, সিঅ্যান্ডএফ এজন্টে অ্যাসোসিয়েশন, ও স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে বিশাল এক র্যালি বেনাপোল কাস্টমস থেকে শুরু হয়ে বেনাপোল বাজার প্রদক্ষিণ করে কাস্টমস হাউসের মাঠে এসে শেষ হয়। এরপর কবুতর ও বেনুল উড়িয়ে বিশেষ অতিথি কাস্টমস দিবসের আনুষ্ঠানিক উদ্ভোধন করনে।
বিডি-প্রতিদিন/শফিক