আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক সোমবার সিলেট সফর করেন। সন্ধ্যায় সিলেট ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সিলেট ছাত্রলীগের কথাও বলেন শাখাওয়াত হোসেন শফিক।
তিনি বলেন, কয়েক বছর হতে চললো, সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কোনো কাঠামো নেই, কোনো অবয়ব নেই। তারপরও আমার ছাত্রলীগের ভাইয়েরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যাচ্ছেন। এটিই হলো বঙ্গবন্ধুর আদর্শের যোদ্ধা, এটিই হলো শেখ হাসিনার আদর্শিক কর্মী।
বিডি প্রতিদিন/ফারজানা