চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন সামনে রেখে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা হবে।
চট্টগ্রামে বিএনপির মেয়রপ্রার্থী কে হবেন তা নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে।
বিভিন্ন সময় চট্টগ্রামে সভা-সমাবেশে যোগ দিলেও এই প্রথম সাংগঠনিক মতবিনিময়সভা করছেন মহাসচিব।
নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর সভায় মহানগর বিএনপির সব নেতা, থানা ও ওয়ার্ড কমিটি এবং অঙ্গ-সহযোগী সব সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদককে এই বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ করেছেন।
মহাসচিবের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীরও মতবিনিময়সভায় উপস্থিত থাকার কথা আছে বলে নগর বিএনপির নেতারা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত