রাজধানীর বনানীতে অভিযান চালিয়ে ম্যাগনেটিক রাইস কয়েন প্রতারণা চক্রের ৩ সদস্যকে ২০ লক্ষ টাকাসহ গ্রেফতার করেছে সিআইডি। রবিবার গ্রেফতারকৃতরা হল- মো. জসিম উদ্দিন (৪২), মো. সুজন মিয়া (৩২) এবং মো. রিপন মিয়া (৩৬)।
জানা যায়, প্রতারক চক্রাটি প্রকৌশলী এম এ তালহাকে জানায় তাদের কাছে মূল্যবান ম্যাগনেটিক রাইস কয়েন রয়েছে। ভিকটিম কৌতুহলী হয়ে কথিত কয়েনটি দেখার ইচ্ছা প্রকাশ করেন। প্রতারক চক্র তখন ভিকটিম এম এ তালহাকে রাইস কয়েনের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছে- এ খবরে প্রতারক চক্রের তিন সদস্যকে বনানী থানা এলাকা থেকে গ্রেফতার করে সিআইডি। এ সময় চক্রটির কাছ থেকে প্রতারণামূলক আত্মসাতকৃত ২০ লাখ পঁচিশ হাজার টাকাও উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রাজধানীর বনানী থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি তদন্ত করছে সিআইডি।
বিডি প্রতিদিন/এ মজুমদার