মাদক মামলায় গ্রেফতার অনলাইন পোর্টাল খুলনার কণ্ঠের সম্পাদক শেখ রানার বিরুদ্ধে রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সাথে মামলার তদন্ত কর্মকর্তাকে সত্য ঘটনা তুলে আনতে সতর্কও করেছেন।
শুনানি শেষে মঙ্গলবার খুলনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 'ছ' অঞ্চল বিচারক মো. সাইফুজ্জামান এ আদেশ দেন।
আদালতে আসামি পক্ষের আইনজীবী অ্যাড. বেল্লাল হোসেইন জানান, খুলনার কণ্ঠের সম্পাদক শেখ রানাকে মাদকের মামলায় রিমান্ড চায় খুলনা জেলা ডিবি। আদালত মামলার বিষয়বস্তু জেনে ও মামলার কিছু অসঙ্গতি লক্ষ্য করে রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।
এর আগে, শেখ রানার বিরুদ্ধে তিনজনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মুক্ত রায় চৌধুরী।
বিডি-প্রতিদিন/মাহবুব