বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এমপ্লয়ীজ ওয়েলফেয়ার ক্লাব ২০২০-২০২১ এর নির্বাচনে মো. জহিরুল হক সরকার সভাপতি ও মো. সাহাবুদ্দিন মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে রয়েছেন এ. এস. এম. শাহীন ও মো. ইসমাইল। এছাড়া কার্যকরী সংসদের অন্যান্য পদে কোষাধ্যক্ষ সৈয়দ মাসুমুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দীন মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আবদুর রহমান, লাইব্রেরী সম্পাদক মোঃ রোকন উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ কাতেবুর রহমান, সহকারী ক্রীড়া সম্পাদক মোঃ কামাল সরকার। এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম, কাজী এমদাদ হোসেন, মোঃ ছালামত উল্লাহ, মোঃ জামাল উদ্দিন ও মোঃ ইমাম হোসাইন ।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এমপ্লয়ীজ ওয়েলফেয়ার ক্লাব ২০২০-২০২১ এর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সি এস ই বিভাগের সহযোগী অধ্যাপক ড. রিফাত শাহরিয়ার।
বিডি প্রতিদিন/হিমেল