গাজীপুরের টঙ্গী টিএন্ডটি বাজার এলাকায় বাজার কল্যাণ পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় টিএন্ডটি হাজী মার্কেট এলাকায় ব্যবসায়ীদের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাজার কল্যাণ পরিষদের সভাপতি নূর নবী আনসারী নবীন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর সাদেক আলী, সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন, মালিক সমিতির সভাপতি গনি ভূইয়া, সাধারণ সম্পাদক সুমন প্রমূখ।
বক্তরা কামরুল হাসান লিটন কর্তৃক অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, গত সোমবার রাতে তুচ্ছ ঘটনার জের ধরে কামরুল হাসান লিটন ও তার সহযোগী আজিজসহ একদল সন্ত্রাসী বাজার কল্যাণ পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর হামলা চালায়।
বিডি প্রতিদিন/হিমেল