খুলনায় বসুন্ধরা এলপি গ্যাসের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ, নতুন বাজার তৈরি ও নাম্বার ওয়ান এই ব্রান্ডকে এগিয়ে নিতে বুধবার দুপুরে নগরীর অভিজাত হোটেলে পরিবেশকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের জিএম (সেলস্) ইঞ্জিনিয়র মো. জাকারিয়া জালাল।
তিনি বলেন, খুলনার বাজার একটু আলাদা। অনেক চ্যালেঞ্জিং। প্রতিযোগিতা এখানে অনেক বেশি। যার সরাসরি প্রভাব পড়ে পরিবেশকদের ওপর। তবে খুলনা হচ্ছে আমাদের হোম টাউন। এই বাজারে একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে সবকিছু করা হবে। তিনি বসুন্ধরা গ্যাসের নতুন বাজার তৈরি ও নাম্বার ওয়ান এই ব্রান্ডকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় বসুন্ধরা এলপি গ্যাসের এজিএম (সেলস্) নূর কুতুব-উল-আলম, মো. আতাউর রহমান, এক্সিকিউটিভ (সেলস্-এডমিন) মো. রুবেল খান ও ডিএসএম (সেলস্ খুলনা) মো. আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খুলনা বিভাগের ১৬ জন পরিবেশকের সঙ্গে বসুন্ধরা এলপি গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময় করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন