রাজশাহী কেন্দ্রীয় কারাগারের এক হাজতি মারা গেছেন। তার নাম আলী হায়দার (৩২)। রাজশাহী মহানগরীর হোসনীগঞ্জ মহল্লায় তার বাড়ি। মাদক মামলার আসামি ছিলেন তিনি। গত বছরের অক্টোবর থেকে আলী হায়দার কারাবন্দী ছিলেন। ভুগছিলেন কিডনির সমস্যায়।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন জানান, কারাগারে গত ৯ জানুয়ারি হায়দারের শারীরিক অবস্থার অবনতি হয়। তাই তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
তিনি জানান, রামেকের মর্গে আলী হায়দারের লাশের ময়নাতদন্ত করা হয়েছে। পরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল