শিরোনাম
                        - দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
 - পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
 - ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
 - তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
 - জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
 - ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
 - নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
 - বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
 - বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
 - ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
 - জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
 - বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
 - শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
 - শেবাচিমে নতুন কেবিন ব্লক ও ফোয়ারা উদ্বোধন
 - জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ উপজেলা
 - সিলেটের যেসব এলাকায় বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
 - সরাইলে ৭৩০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
 - লাকসামে বিদ্যালয়ের জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
 - প্রাইমারিতে ‘শারীরিক শিক্ষা’ পদ পুনর্বহালের দাবি
 - কুবি পরিদর্শন করল জাইকা প্রতিনিধি দল
 
পরীক্ষা কেন্দ্রে বকাঝকা, অপমানে দুই এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
                        
                        
                                                     নিজস্ব প্রতিবেদক, রাজশাহী 
                        
                        
                    
                                        
                        
                            
                            অনলাইন ভার্সন
                        
                    
                                                    পরীক্ষা কেন্দ্রে বকাঝকার অপমানে রাজশাহীর বাগমারা উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে দুই এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। পুলিশ বিষয়টি স্বীকার করেছে। তবে এ নিয়ে থানায় কোনো অভিযোগ নেই।
ওই দুই শিক্ষার্থী হলো- উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের শহীদুল ইসলামের মেয়ে ফারজানা খাতুন ও মরুগ্রামের মেহের আলীর ছেলে সেলিম হোসেন। ফারজানা কাঁঠালবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল। আর সেলিম পরীক্ষা দিচ্ছিল সাঁকোয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সে ঝিকড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। ফারজানা পিইসি ও জেএসসিতে বৃত্তি পেয়েছিল।
আত্মহত্যা করা এ দুই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে কেন্দ্রে ফারজানা খাতুনকে বকাঝকা করা হয়। এছাড়া তার পরীক্ষাও খারাপ হয়। এ কারণে বাড়ি ফেরার পর রাতে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। একইভাবে সেলিম আত্মহত্যা করে মঙ্গলবার গভীর রাতে। সোমবার গণিত পরীক্ষা চলাকালে দেখে লেখার অভিযোগে তার খাতা কেড়ে নেওয়া হয়েছিল বরে জানা গেছে।
সেলিমের পরীক্ষা কেন্দ্রের সচিব আনোয়ার হোসেন বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখার জন্য কঠোর হতে হয়। বকাঝকারও প্রয়োজন পড়ে। কখনও কখনও খাতাও নিয়ে রাখতে হয়। কিন্তু আত্মহত্যার ঘটনাই আমরা বিব্রত।’
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে বকাঝকার কারণে এ দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হলে তো পরীক্ষকদের এ ধরনের ভূমিকা থাকে। তা না হলে তো পরীক্ষা হবে না।’
তিনি আরও বলেন, আত্মহত্যার ঘটনায় দুই পরীক্ষার্থীর পরিবারই থানায় কোনো অভিযোগ করেননি। তাই ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তারা লাশ দাফন করেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর