শিরোনাম
- ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- আইপিএল: বিরতি শেষে ফিরছেন না যেসব তারকা
- পালিয়ে যাওয়া সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- লন্ডন থেকে নিউইয়র্ক যেতে লাগবে ৬০ মিনিট!
- লা লিগায় ইতিহাস গড়লেন এমবাপ্পে
- চাঁপাইনবাবগঞ্জে আবারও মাদকসহ গ্রেফতার সেই আরিফ
- ভালুকার সাবেক এমপি কাজিম উদ্দিন রাজধানীতে গ্রেফতার
- টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস
- ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে নগরভবনের সব গেইটে তালা
- রিয়ালের জয়ে অপেক্ষা বাড়ল বার্সার
- মেসির মায়ামির রুদ্ধশ্বাস ড্র
- চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন
- হত্যা-ধর্ষণের হুমকির অভিযোগ: বৈষম্যবিরোধী নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
- ফেসবুক পে-আউট সেটআপে ভুল হলে যা করবেন
- কাঁচা কাঁঠাল কেন খাবেন?
- আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে যারা
- চাপের মুখে ফের হামলা চালাতে পারে ভারত: খাজা আসিফ
- হাতিরঝিলের ভেঙে যাওয়া সীমানা দ্রুত মেরামতের নির্দেশ
- প্রিমিয়ার লিগে ওঠার লড়াইয়ে শেফিল্ডের সামনে শুধু সান্ডারল্যান্ড
- ভালোবাসার মানুষকে হারিয়ে এখনও কাঁদেন প্রীতি জিনতা
পরীক্ষা কেন্দ্রে বকাঝকা, অপমানে দুই এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

পরীক্ষা কেন্দ্রে বকাঝকার অপমানে রাজশাহীর বাগমারা উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে দুই এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। পুলিশ বিষয়টি স্বীকার করেছে। তবে এ নিয়ে থানায় কোনো অভিযোগ নেই।
ওই দুই শিক্ষার্থী হলো- উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের শহীদুল ইসলামের মেয়ে ফারজানা খাতুন ও মরুগ্রামের মেহের আলীর ছেলে সেলিম হোসেন। ফারজানা কাঁঠালবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল। আর সেলিম পরীক্ষা দিচ্ছিল সাঁকোয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সে ঝিকড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। ফারজানা পিইসি ও জেএসসিতে বৃত্তি পেয়েছিল।
আত্মহত্যা করা এ দুই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে কেন্দ্রে ফারজানা খাতুনকে বকাঝকা করা হয়। এছাড়া তার পরীক্ষাও খারাপ হয়। এ কারণে বাড়ি ফেরার পর রাতে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। একইভাবে সেলিম আত্মহত্যা করে মঙ্গলবার গভীর রাতে। সোমবার গণিত পরীক্ষা চলাকালে দেখে লেখার অভিযোগে তার খাতা কেড়ে নেওয়া হয়েছিল বরে জানা গেছে।
সেলিমের পরীক্ষা কেন্দ্রের সচিব আনোয়ার হোসেন বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখার জন্য কঠোর হতে হয়। বকাঝকারও প্রয়োজন পড়ে। কখনও কখনও খাতাও নিয়ে রাখতে হয়। কিন্তু আত্মহত্যার ঘটনাই আমরা বিব্রত।’
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে বকাঝকার কারণে এ দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হলে তো পরীক্ষকদের এ ধরনের ভূমিকা থাকে। তা না হলে তো পরীক্ষা হবে না।’
তিনি আরও বলেন, আত্মহত্যার ঘটনায় দুই পরীক্ষার্থীর পরিবারই থানায় কোনো অভিযোগ করেননি। তাই ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তারা লাশ দাফন করেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর