রাজধানীর পুরান ঢাকার নয়া বাজারে বন্ড সন্ত্রাসীদের হামলায় নিউজ টোয়েন্টিফোরের দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় তিন জনের এক দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান এ রিমান্ডের আদেশ দেন। আসামিরা হলেন, গোলাম মোস্তফা সুমন, ইলিয়াস কবির জনি এবং মোহাম্মদ সাব্বির।
এছাড়াও আসামি মেহেদী হাসান নয়ন এ ঘটনার কথা ফৌজধারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এর আগে, আসামি নয়নকে গ্রেফতারের পর মামলার ঘটনার বিষয়ে জবানবন্দি দেয়ার কথা জানান। পরে মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপপরিদর্শক মোহাম্মদ নূর আলম মিয়া জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার নয়াবাজারে বন্ড চোরাচালানের বিরুদ্ধে অভিযানের সংবাদ সংগ্রহকালে বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টিং টিমের ওপর ব্যাপক হামলা চালায় অবৈধ বন্ড সন্ত্রাসীরা। চোরাকারবারি সন্ত্রাসীরা লাঠিসোঁটা ও রড নিয়ে হামলা করে সাংবাদিকদের ক্যামেরা ও ব্যাকপ্যাক ছিনতাই করে নেয়। ভাঙচুর করে তাদের গাড়ি। এ হামলায় নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসন শেখ জালাল গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন