রাজধানীর কলাবাগান এলাকায় দা দিয়ে কুপিয়ে সাজেদা আখতার (৩৫) নামে এক গৃহবধূকে হত্যা করেছেন তার স্বামী ফেরদৌস। ঘটনার পরপরই পেশায় রিকশাচালক ফেরদৌসকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাজেদা তার দুই সন্তানসহ স্বামীর সঙ্গে কলাবাগান নর্থ রোড ভুতের গলি এলাকায় একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র গণমাধ্যমকে জানান, আইনি প্রক্রিয়া শেষ করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি- পারিবারিক কলহের জের ধরে স্বামী তার স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/কালাম