বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং প্রবীণ আওয়ামী লীগ নেতা এডভোকেট সাইফুল ইসলামকে দেখতে বুধবার হাসপাতালে গিয়েছেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি। রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইন্সটিটিউট অব নিওরো-সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাইফুল ইসলাম।
শফিকুল ইসলাম শিমুল এমপি অসুস্থ প্রবীণ নেতার চিকিৎসার খোঁজ খবর নেন এবং শয্যাপাশে বেশ কিছু সময় কাটান। তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সমপাদক সৈয়দ মোর্তেজা বাবলু, জেলা ছাত্রলীগের সাধারণ সমপাদক রিয়াজুল মাসুম।
গত ৮ জনুয়ারি থেকে হাসপাতালে চিকিৎসাধীন নাটোরের মুক্তিযুদ্ধের সংগঠক এডভোকেট সাইফুল ইসলাম। এমপি শিমুল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের উন্নত চিকিৎসা দেওয়ার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/ফারজানা