রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে ১০ হাজার পিস নকল রেভিনিউ স্ট্যাম্প ও বিভিন্ন ধরনের নকল স্ট্যাম্পসহ সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব। তারা হলেন রমিজ উদ্দিন (৪৫) ও মো. ওমর আলী (৩৮)।
বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় র্যাব-৪ এর একটি দল গোপনে অভিযান চালিয়ে তাদেরকে মালামালসহ আটক করে।
শুক্রবার র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া কো-অর্ডিনেটর) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল ঢাকার মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযান চালায়। এ সময় নকল রেভিনিউ স্ট্যাম্প বিক্রয়ের উদ্দেশ্যে অপেক্ষমান ঝালকাঠীর রমিজ উদ্দিন ও মানিকগঞ্জের মো. ওমর আলীকে ১০ হাজার পিস নকল রেভিনিউ স্ট্যাম্প ও বিভিন্ন ধরনের নকল স্ট্যাম্পসহ হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা র্যাবকে জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ঢাকার বিভিন্ন এলাকায় এসব নকল রেভিনিউ স্ট্যাম্প পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছিল। তারা পটুয়াখালি থেকে নকল রেভিনিউ স্ট্যাম্প সংগ্রহ করতো।
বিডি-প্রতিদিন/মাহবুব