২৩ ফেব্রুয়ারি, ২০২০ ১৮:২৩

শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল রিমান্ডে

আদালত প্রতিবেদক

শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুর থানার অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী জিসানের অন্যতম সহযোগী মাজহারুল ইসলাম ওরফে শাকিলকে তিন দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান রিমান্ডের এ আদেশ দেন।  এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মোর্শেদ আলম আসামিকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। 

মামলা সূত্রে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে শাকিলকে গ্রেফতার   করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। পরে র‌্যাব-২ এর পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোহাম্মদ আব্দুল হামিদ খান বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

শীর্ষ সন্ত্রাসী জিসান বিদেশে থাকলেও অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে শাকিলের মতো কয়েকজন সহযোগী। ব্যবসায়ী ও অর্থবিত্তশালীদের তারা টাগের্ট করে, দাবি করে মোটা অঙ্কের টাকা। এ রকম বেশ কয়েকজন ভুক্তভোগী র‌্যাবের কাছে অভিযোগ দায়ের করেন। এরপরে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। চাঁদাবাজিতে শাকিলের সংশ্লিষ্টতা নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর