৪ এপ্রিল, ২০২০ ২০:৫৭

রাজশাহী করোনা ল্যাবে আরও ২২ জনের নমুনা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী করোনা ল্যাবে আরও ২২ জনের নমুনা
রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) স্থাপিত করোনাভাইরাস শনাক্ত ল্যাবে আরও ২২ জনের নমুনা এসেছে। এর মধ্যে পাবনা থেকে এসেছে ১৯ জনের। অন্য তিনটি রাজশাহীর বলে জানিয়েছেন রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও করোনা ল্যাবের ইনচার্জ ডা. সাবেরা গুল নাহার।
 
শনিবার বিকালে ডা. সাবেরা গুলহার জানান, এ পর্যন্ত আমরা ২২ জনের নমুনা পেয়েছি। এগুলো নিয়ে আমরা কাজ করছি। যারা নমুনা সংগ্রহ করেন তারাও ল্যাবে কাজ করছেন। তারা বের হয়ে যাওয়ার পর বলতে পারবো কতজনের নমুনা আমাদের দিলেন।
 
তিনি আরও বলেন, আমরা এ পর্যন্ত সাতজনের নমুনা পরীক্ষা করে ঢাকায় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠিয়েছি। সেখান থেকে কেন্দ্রীয়ভাবে ফলাফল প্রকাশ করা হচ্ছে। 
 
তবে রাজশাহীতে এখনও করোনা আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি বলেও জানান তিনি।
 
ডা. সাবেরা গুলনাহার বলেন, ল্যাব স্থাপনের পর শুক্রবার আমরা কোনো নমুনা পাইনি। এর আগের দিন বৃহস্পতিবার দুইটি এবং প্রথমদিন গত বুধবার পাঁচজনের নমুনা পেয়েছিলাম। এই ল্যাবে রাজশাহী বিভাগের আট জেলার রোগীদের নমুনা পরীক্ষা করা হবে বলে জানান তিনি।
 
বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর