বাংলাদেশ প্রতিদিনের বিনোদন বিভাগের সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন মাজিদের স্ত্রী সিলভী মাজিদ (৫৬) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান।
সোমবার দুপুর থেকে সিলভী মাজিদ ঢাকার গ্রীণ রোডের এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
এর আগে দুদিন ধরে তিনি একই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। তিনি গত ২০ বছর ধরে কিডনী, হার্ট ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। আগামীকাল সকাল ১০ টায় আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল