১০ এপ্রিল, ২০২০ ০৮:৫৭

জাতীয় অধ্যাপক ও ভাষা সৈনিক সুফিয়া আহমেদের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

জাতীয় অধ্যাপক ও ভাষা সৈনিক সুফিয়া আহমেদের ইন্তেকাল

অধ্যাপক সুফিয়া আহমেদ

দেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক, ভাষা সৈনিক ড. সুফিয়া আহমেদ(৮৭) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অধ্যাপক সুফিয়া আহমেদ ছিলেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ব্যারিস্টার সৈয়দ ইসতিয়াক আহমেদের স্ত্রী এবং বিচারপতি মুহাম্মদ ইব্রাহিমের কন্যা। 
 
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন। ‘৫২’র ভাষা আন্দোলনের অন্যতম সদস্য ছিলেন তিনি।

৫২’র ভাষা আন্দোলনের এ সংগ্রামী মৃত্যুকালে এক ছেলে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, এক মেয়ে ডা. রাইনা আহমেদ, জামাতা ব্যারিস্টার আনাতুল ফাতেহ এবং তিনজন নাতি নাতনি রেখে গেছেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর